ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অর্ধেক ছাড়ে ঈদের কেনাকাটা করার সুযোগ

অর্ধেক ছাড়ে ঈদের কেনাকাটা করার সুযোগ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ১১:৪৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১১:৪৯

আসন্ন ঈদকে সব শ্রেণি পেশার মানুষের জন্য উৎসবমুখর করতে ফ্যাশন আউটলেট ব্যাং’র সকল নতুন পোশাকে দেয়া হচ্ছে ৫০% ছাড়। এই ছাড় চলবে স্টক থাকা সাপেক্ষে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উৎসবকে মুখর করতে আরামদায়ক কাপড় ও নান্দনিক নকশার পোশাক নিয়ে সংগ্রহশালাকে সাজিয়েছে ফ্যাশন হাউসটি। এই সকল পোশাকের উপরই অর্ধেক ছাড় দিল ব্যাঙ।

জানালেন ব্যাঙের কর্ণধার সায়েম হোসাইন প্রিন্স জানান, সাধারণত মানুষ বিশ্বাস করে যে, অনেক দেশে রমজানে পণ্যমূল্য কমালেও বাংলাদেশে যেকোন পণ্যমূল্য কেবলই ক্রমবর্ধমান। এই প্রথাগত ধারণাকে ভুল প্রমাণ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা না দিয়ে ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে ব্যাঙ বেশ ক’বছর ধরেই বিভিন্ন উৎসবে, পার্বণে ডিসকাউন্ট সুবিধা দিয়ে আসছে। তাই বরাবরের মতো ব্যাং এই রমজানেও তারই ধারাবাহিকতা রক্ষা করে, সকল নতুন পণ্যে দিয়েছে ডিসকাউন্ট সুবিধা।

তিনি আরও বলেন,দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙে  এবারের ঈদে দারুণ দারুণ কালেকশন পাবেন।  আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, থ্রিকোয়ার্টারসহ সব ধরনের মানানসই পোশাকই রয়েছে। এইসব পোশাক মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম নির্ধারণ করা হয়েছে। 

আরও পড়ুন

×