ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘরোয়া উপাদানেই দূর হবে ত্বকের পোড়া ভাব 

ঘরোয়া উপাদানেই দূর হবে ত্বকের পোড়া ভাব 

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৩

শীতেও ত্বকে রোদে পোড়া ভাব দেখা দেয়। অনেকেই ভাবেন গরম কালে বুঝি মুখ বেশি কালো হয়। শীতে মুখে ক্রিম মাখা হয়, তার উপর এই সময় দূষণও অনেক বেশি হয়। মুখে ধুলো-বালি বেশি জমায় মুখ নোংরা হয়,পোড়া ভাব দেখা দেয়। অনেকে আবার ঠান্ডার কারণে মুখ ঠিক মতো পরিষ্কার করেন না। এই পরিষ্কার না করার কারণে মুখে ময়লা বসেই থাকে। আর প্রতিদিন ময়লা বসতে বসতে মুখে ট্যান পড়ে যায়, পোরস গুলো বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মুখ কালো দেখায়।

তবে এই মুখের ট্যান তোলার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে খুব সহজেই সেই ট্যান তুলে ফেলতে পারবেন। শীতের দিনে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ফেসপ্যাক। 

ঘরোয়া উপায়ে যেভাবে দূর করবেন ট্যান-

১. টমেটো অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ। যা গরমে ত্বককে মসৃণ করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। একটা পাকা টমোটো নিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। তারপর পাল্প ছেঁকে মুখ ও হাতে মেখে নিন।  ১০-১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ড পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলে দেখবেন, ট্যান ত্বক থেকে খুব সহজেই সরে যাচ্ছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এই ফেসপ্যাক অ্যান্টি এজিংয়ের কাজও করে। 

২. লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে, যা ট্যান দূর করতে সাহায্য করে। আর চিনি হল প্রাকৃতিক এক্সফোলিয়েটর। চিনি ট্যান দূর করে ত্বককে মোলায়েম ও উজ্জ্বল করে তোলে। একটা পাত্রে ১ টোবলচামচ চিনি ও ১ টেবলচামচ লেবুর রস নিন। মিশ্রণটি লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। ১০ মিনিট পর হালকা পানিতে মুখ ধুয়ে নিন। 

৩. অ্যালোভেরাতে থাকা অ্যালোসিন ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর হলুদের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক ত্বকের ইনফ্ল্যামেশন রোধ করতে সাহায্য করে। এর জন্য ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ মধু, ১চা-চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। মুখে, হাতে বা গলার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো অপেক্ষা করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এর ব্যবহার ট্যান রিমুভে ম্যাজিকের মতো কাজ করবে। পাকা পেঁপে, মধু আর লেবু মিশিয়েও ফেসপ্যাক মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতেও শীতের দিনে ত্বক ভাল থাকবে।

৪. বেসন, হলুদ আর টকদই একসঙ্গে মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে মুখের যাবতীয় ময়লা উঠে যায় আর মুখ অনেক বেশি নরম থাকে।  ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ হলুদ ও বেসনের গুঁড়ো মিশিয়ে এই ফেসপ্যাক তৈরি করুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।  
 

আরও পড়ুন

×