চুলের সমস্যা সমাধানে ঘরোয়া হেয়ার মাস্ক

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৪৫ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৪৫
কমবেশি সবাই চুল পড়া সমস্যায় ভোগন। অনেক সময় নামীদামি প্রসাধনী ব্যবহার করেও লাভ হয় না। দেখা যায়, চুল সেই রুক্ষ-শুষ্ক হয়ে থাকছে, চুলও বেশি পড়ছে। সেক্ষেত্রে চুলের যত্নে ভরসা রাখতে পারেন অ্যালোভেরা এবং ফ্ল্যাক্সসিডের উপর। এই দুই প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেয়ার মাস্ক। চুল পড়া, খুশকিসহ সব ধরনের সমস্যা নির্মূল হবে এই ঘরোয়া হেয়ার মাস্কের গুণে।
অ্যালোভেরা এবং ফ্ল্যাক্সসিড হেয়ার মাস্ক উপকরণ: এক টেবিল চামচ ফ্ল্যাক্সসিড, এক কাপ পানি, ২-৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল।
প্রস্তুত প্রণালি: সসপ্যানে এক কাপ পানিতে ফ্ল্যাক্সসিড দিয়ে ফোটান। ঘন ঘন নাড়তে থাকুন। জেলের মতো ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। ঠান্ডা করে এতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ভালো ভাবে। একটি পরিষ্কার কাঁচের জারে এই মিশ্রণটা ঢেলে রাখুন।
হেয়ার মাস্ক লাগানোর পদ্ধতি: প্রথমে চুল ভিজিয়ে নিন। তার পর ভেজা চুলে লাগিয়ে নিন এই হেয়ার মাস্ক। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগাতে হবে। রক্তসঞ্চালন বাড়াতে কয়েক মিনিট মাথায় ম্যাসাজ করুন। এর পর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। আধ ঘণ্টা পর হালকা গরম পানিতে চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করলেই ফল পাবেন।
অ্যালোভেরার উপকারিতা: চুলের পরিচর্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভার। ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ অ্যালোভেরা মাথার ত্বক ও চুলে পুষ্টি যোগায়। অ্যালোভেরা চুলের আর্দ্রতা বজায় রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল মসৃণ ও ঝলমলে রাখে। চুল পড়া, খুশকিসহ চুলের যাবতীয় সমস্যা কমায় অ্যালোভেরা।
ফ্ল্যাক্সসিডের উপকারিতা: ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বি রয়েছে। এই বীজ মাথার তালু ও চুলকে আর্দ্র রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। একই সঙ্গে চুল কোমল ও মসৃণ রাখে। অ্যালোভেরার মতো ফ্ল্যাক্সসিডও চুল পড়া, চুল ভাঙা রোধ ও খুশকি দূর করে।
- বিষয় :
- চুল পড়া কমায়