ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিশুদের কোমল মনের যত্নে কর্মশালা

শিশুদের কোমল মনের যত্নে কর্মশালা

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৪ | ১২:৫৬

শিশুর জন্ম থেকে বেড়ে উঠার প্রতিটি ধাপে মা-বাবা বটবৃক্ষের ছায়ার মতো সন্তানকে আগলে রাখতে চান। জীবনের প্রতিটি পদক্ষেপে তারা সন্তানদের মধ্যে আবেগিক সম্পর্কের দিকটি সহজ ও মধুর হওয়া বাঞ্ছনীয়। কিন্তু একবিংশ শতাব্দীতে প্রযুক্তির এই উৎকর্ষের যুগে সে সম্পর্ক স্বাভাবিকতা হারাচ্ছে।

জীবনের বাস্তবতা ও জীবিকার ব্যস্ততায় আজকাল অনেক মা-বাবা সন্তানদের যথেষ্ট সময় দিতে ও যত্ন নিতে পারছেন না। আবার যেটুকু পারছেন, সেখানেও থাকে বিভিন্ন ডিভাইসের আধিক্য। ফলে সন্তানদের মধ্যে তৈরি হচ্ছে দুঃখবোধ ও হতাশা। অভিভাবকরা যথেষ্ট যত্নশীল না হলে এ সমস্যা বাড়তেই থাকবে, কমবে না।

অভিভাবকদের মনে সন্তানদের নিয়ে সচেতনতার বীজ রোপন করার জন্য তাদের নিয়ে আঁচল ফাউন্ডেশন ও নাসিরউল্লাহ সাইকোথেরাপি ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ইমোশনাল ওয়েলনেস: বিল্ডিং রেজিলিয়েন্স ইন চিলড্রেন’ শীর্ষক কর্মশালা। 

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, জোহরা পারভীন, ও সাবিহা জাহান। 

কর্মশালায় যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকছে–

১. সন্তান শিক্ষাপ্রতিষ্ঠান বা ঘরের বাইরে বুলিংয়ের শিকার হলে অভিভাবকের করণীয়।
২. শিশু কোনো অযাচিত আবদার করলে সামলানোর উপায়।
৩. মোবাইল আসক্তি থেকে সন্তানকে রক্ষায় গৃহীত পদক্ষেপ।
৪. অসৎ সঙ্গের মাধ্যমে বিপথগামী সন্তানকে ফিরিয়ে আনার উপায়।
৫. পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ হলেও সাফল্যের জন্য প্রেরণা।
৬. সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা।
৭. মন খারাপে শিশুর মনের প্রতি যত্নশীল হওয়ার আকাঙ্খা।
৮. ব্যস্ততার মধ্যেও সন্তানদের সঙ্গে সুন্দর সময় যাপন।

আগামী ১১ মে (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বিকেল ৩টা থেকে শুরু হয়ে কর্মশালাটি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বর্তমান সময়ের অভিভাবকদের সরব উপস্থিতিতে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। কর্মশালাটির প্রচারপত্রে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগের নম্বর দেওয়া আছে– ০১৬১৭৫৮৬৩৮৭।

আরও পড়ুন

×