মা দিবস উপলক্ষে ‘শ্রদ্ধা’ ও ‘বিশ্বরঙ’-এ মূল্যছাড়

ছবি: বিশ্বরঙ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৫ | ১১:৫২ | আপডেট: ০৭ মে ২০২৫ | ১১:৩৫
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস। বিশেষ এই দিন মায়ের জন্য রঙিন হয়ে ওঠে। যদিও মায়ের জন্য আলাদা কোনো দিবসের দরকার নেই, এমনটাই মত অনেকের। তবে মাকে ভালোবেসে একটি দিন উৎসর্গ করার মধ্যে নেতিবাচক কিছু নেই। তাকে একটি দিন আপনি বিশেষ ভাবে অনুভব করাতেই পারেন।
দিনটিতে সন্তানদের সামনে সুযোগ আসে মাকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানানোর। সকল উৎসব পার্বনে বিশ্বরঙ-এর থাকে বিশেষ বিশেষ আয়োজন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ‘বিশরঙ’ এবং ‘বিশরঙ’ এর সহযোগী প্রতিষ্ঠান ‘শ্রদ্ধা’য় রয়েছে মায়ের জন্য কেনা কাটায় ২০ শতাংশ মূল্য ছাড়।
বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। আর পোশাক গুলোতে উজ্জল রং এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। পোশাকগুলোতে কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।
সরাসরি আউটলেট থেকে কেনাকাটা ছাড়া বিশ্বরঙ–এর ওয়েব পেজ ও ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই ক্রেতারা কিনতে পারেন পছন্দের পোশাকটি।
- বিষয় :
- ফ্যাশন হাউজ