ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নতুন ঠিকানায় জারা’স বিউটি লাউঞ্জ

নতুন ঠিকানায় জারা’স বিউটি লাউঞ্জ

ছবি: জারা’স বিউটি লাউঞ্জ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৩:৩৭

জারা'স বিউটি লাউঞ্জ-এর ধানমন্ডি শাখার স্থান পরিবর্তন করা হয়েছে।  আউটলেটটির নতুন অবস্থান- গ্রীন রওশন আরা টাওয়ার, প্লট-৮, রোড-১২/এ, লিফটের-৬, ধানমণ্ডি, আবাহনী মাঠের বিপরীত পাশে।

উদ্বোধন এবং ৮ম বর্ষ পূর্তি উপলক্ষে জারা'স বিউটি লাউঞ্জের সকল গ্রাহকদের জন‍্য থাকছে অনেক ধরনের ফ্রি সার্ভিস। থ্রেডিং থেকে শুরু করে ফেসিয়াল পর্যন্ত করা যাবে ফ্রিতে।  এ ফ্রি সার্ভিস সেবা নিতে হলে আপনার নাম, ফোন নাম্বার, মেসেজ করুন প্রতিষ্ঠানটির মোবাইল নম্বরে।

 

আরও পড়ুন

×