ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উত্তরায় সারার নতুন আউটলেট

উত্তরায় সারার নতুন আউটলেট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ২৩:৩৩ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০০:১২

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড 'সারা'র চতুর্থ আউটলেটের উদ্বোধন হলো রাজধানীর উত্তরায়।

উত্তরা ৯ নম্বর সেক্টরের সোনারগাঁ জনপদের হাউস নম্বর ২২-এই ঠিকানায় এখন থেকে পাওয়া যাবে 'সারা'র পোশাক। 

শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি-শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর মেনজ অ্যান্ড বয়েজ, পোলো টি শার্ট, পাঞ্জাবি, কিডস আইটেমসহ বিভিন্ন ধরনের পোশাক রয়েছে সারায়।

 উত্তরায় সারার আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান 

শীতকালকে লক্ষ্য রেখে সারা নিয়ে আসছে জ্যাকেট এবং শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইল ও স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন নেসা, বাংলাদেশের জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ অনেকেই।

মিরপুর, বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর ও উত্তরায় সারার আউটলেটের পাশাপাশি অনলাইনেও সারার পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। সে ক্ষেত্রে সারার ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) ও ইন্সটাগ্রাম পেজ (sara_lifestyle_ltd) থেকে ক্রেতারা অর্ডার করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×