ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইনডোর প্লান্টের যত্ন নেবেন যেভাবে

ইনডোর প্লান্টের যত্ন নেবেন যেভাবে

শৈলী ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:৩৭

ঘরের কোণে একটু সবুজের ছোঁয়া কার না ভালো লাগে? শহরে জায়গার অভাবে অনেকেরই বাগান করার শখ থাকলেও করতে পারেন না। তাই ঘরের ভেতর বা ব্যালকনিই একমাত্র ভরসা। এখন নানা ধরনের ইনডোর পল্গান্ট পাওয়া যায়। তাই ঘর সাজাতে ইনডোর প্লান্টের চাহিদা ক্রমশই বাড়ছে। তবে সঠিক যত্নের অভাবে সেগুলো বেড়ে উঠতে পারছে না। ইনডোর প্লান্ট ভালো রাখার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। যেহেতু ইনডোর পল্গান্ট ঘরের ভেতরে থাকে, তাই বাগানে বেড়ে ওঠা গাছের পরিচর্যার মধ্যে অনেক পার্থক্য আছে। সেগুলো জানা থাকলে আপনার ঘর বা ব্যালকনিই হয়ে উঠতে পারে এক টুকরো সবুজ আঙিনা।

গাছ ভালো রাখতে প্রথমে পানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। গাছে নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে। অতিরিক্ত পানি গাছের ক্ষতি করে। খেয়াল রাখতে হবে, অনেক সময় ধরে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। এতে গোড়া পচে যেতে পারে। প্রতিদিন পানি না দিলেও চলবে। বিশেষ করে বর্ষাকালে। আপনাকে বুঝতে হবে গাছে পানির আদৌ প্রয়োজন আছে কিনা। গাছে পানি দেওয়ার আগে হাত দিয়ে মাটি চেপে চেপে দেখুন। ভিজে ভাব থাকলে পানি দেওয়ার দরকার নেই। আরও একটি সহজ উপায় আছে, একটা লম্বা সুচ টবের মাটিতে ঢুকিয়ে তুলে আনুন। যদি সুচের গায়ে ভিজা মাটি লেগে থাকে তাহলে বুঝবেন আর পানি দেওয়ার প্রয়োজন নেই। গাছে পানি দেওয়ার আদর্শ সময় ভোরবেলা এবং বিকেলে। এই সময় রোদের তেজ কম থাকে। গরমকালে গাছে বেশি পানি দিতে হয়। তবে পানি দেওয়ার গতি যেন খুবই ধীরে ধীরে হয়। খেয়াল রাখবেন টবের মাটি একেবারে যেন শুকিয়ে না যায়।

ঘরের যেখানে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, তেমন জায়গায় গাছ রাখুন। খুব অন্ধকার ঘর কিংবা যেখানে বেশি রোদ আসে, তেমন জায়গায় না রাখাই ভালো। গাছের নতুন চারা অবশ্যই বারান্দায় বা যেখানে আলো-বাতাস আসে, সেখানে রাখুন। এতে চারা ঠিকমতো বাড়বে। গাছে ফাঙ্গাসও হবে না। এসি চলে এমন ঘরে গাছ না রাখাই ভালো। এতে সহজে গাছের পাতা ঝরে পড়ে যায়। গাছ অতিরিক্ত রোদ পেলে অনেক সময় পাতার সামনের অংশ শুকিয়ে কুঁকড়ে যায়। এ ছাড়া গাছের ফুল বা পাতার রং হালকা হয়ে যেতে পারে। এ রকম হলে গাছ সরাসরি রোদে না রেখে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় সরিয়ে রাখুন। অনেক সময় বেশি সার দেওয়ার ফলে গাছের চারা খুব তাড়াতাড়ি বাড়লেও কাণ্ড হলুদ হয়ে যায়। হঠাৎ করে গাছ নেতিয়ে পড়ে। এ রকম ক্ষেত্রে দিনে কয়েকবার গাছের গোড়ায় পানি দিন। সার ধুয়ে বেরিয়ে গেলে সমস্যা ঠিক হয়ে যাবে।

ঝরে পড়া ফুল, শুকনো পাতা টবের মধ্যে যেন জমে না থাকে। টব সব সময় পরিস্কার রাখুন। এতে গাছ ভালো থাকবে। গাছের পাতায় ধুলো বা ঝুল জমলে শুকনো সুতির নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে হালকা হাতে পাতাগুলো মুছে দিন। গাছে ছোট ছোট অনেক পাতা থাকলে স্প্রে বোতলে পানি দিয়ে পরিস্কার করে দিন। একসঙ্গে অনেক গাছ পরিস্কার করতে চাইলে শাওয়ারের নিচে রাখুন। তবে তার আগে গাছের গোড়ার অংশ ও তার চারদিক পল্গাস্টিক দিয়ে র‌্যাপ করে নিন। না হলে গাছের মাটি ধুয়ে নষ্ট হয়ে যেতে পারে। মাটি ভিজে থাকতে থাকতে লিকুইড পল্গান্ট ফুড দিন। প্রয়োজনের অতিরিক্ত পল্গান্ট ফুড দেবেন না। গাছের পক্ষে তা ক্ষতিকারক। নাইট্রোজেন, ফসফেট ও পটাশ রয়েছে এ রকম লিকুইড পল্গান্ট ফুডই ইনডোর প্লান্টের জন্য আদর্শ। গাছকে পোকামাকড়ের অত্যাচার থেকে বাঁচাতে পানিতে

অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দিন। অ্যাসপিরিনের স্যালিসিটিক অ্যাসিড গাছের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে গাছের পাতায় দিতে পারেন।

আরও পড়ুন

×