সাক্ষাৎকার
আরএফএলের চুলায় ২৫% পর্যন্ত সাশ্রয়

.
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ০১:৩১ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ০৬:৪০
সমকাল : আরএফএলের চুলার গুণগত মান সম্পর্কে কিছু বলুন।
রাকিবুল আহসান : আরএফএলের চুলায় থাকা ফিচারগুলো স্মার্ট কিচেনের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। ‘নিরাপদ ও গ্যাসসাশ্রয়ী’ স্লোগান সামনে রেখে কাজ করছে আরএফএল। আমাদের তৈরি গ্যাস স্টোভের বিশেষত্ব হলো– শতভাগ ব্রাশ বার্নার ক্যাপ ও সায়েন্টিফিক নজেল। এ কারণেই বাজারে প্রচলিত অন্যান্য চুলার তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় করে আরএফএলের চুলা।
টেম্পার্ড গ্লাসের কথাও এখানে প্রাসঙ্গিক। আরএফএলের গ্লাসের পুরুত্ব তুলনামূলকভাবে বেশি। ফলে আমাদের গ্যাস স্টোভ বাজারের অন্যগুলোর তুলনায় নিরাপদ। শতভাগ ব্রাশ বার্নার ক্যাপ হওয়ার কারণে গ্যাসের তাপটা সমানভাবে ছড়াতে পারে। ব্রাশ বার্নার অসমান হলে আগুনের তাপ ছড়িয়ে পড়ে। এসএস চুলাগুলো শতভাগ স্টেইনলেস স্টিলের হওয়ার কারণে এটি মরিচা প্রতিরোধী। আরএফএল এদিক থেকে বাজারের অন্যান্য স্টোভের তুলনায় এগিয়ে। তৃতীয় বিশেষত্বটি হলো অটো ইগনিশন। এখন অবশ্য বাজারে অনেক অটো ইগনিশন ব্র্যান্ড রয়েছে, কিন্তু বাজারে প্রথম অটো ইগনিশন প্রযুক্তি নিয়ে এসেছে আরএফএল। আরএফএলের অটো ইগনিশন প্রায় ৫০ হাজারবার করা সম্ভব; মানে প্রায় ১০ বছরের নিশ্চয়তা।
সমকাল : আপনারা ক্রেতাদের কীভাবে বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকেন?
রাকিবুল আহসান : আমাদের কাছে সিঙ্গেল ও ডবল বার্নার রয়েছে। ট্রিপল বার্নারও পাওয়া যায়। এগুলোর দাম ১ হাজার ৭০০ থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত। আমাদের সঙ্গে রয়েছে সার্বক্ষণিক শক্তিশালী সার্ভিস টিম। গ্রাহকরা যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তারা দ্রুত পরিষেবা দিয়ে থাকেন।
সমকাল : আপনারা তো রপ্তানিও করে থাকেন। কোথায় যাচ্ছে আরএফএলের গ্যাস স্টোভ?
রাকিবুল আহসান : দেশের ভোক্তাদের চাহিদা মিটিয়ে বিদেশেও সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে আরএফএল গ্যাস স্টোভ। বর্তমানে আমেরিকা (সাইপান), নাইজেরিয়া, ওমান, গিনিতে রপ্তানি হচ্ছে দেশের নম্বর ওয়ান গ্যাস স্টোভ ব্র্যান্ড আরএফএল।
সমকাল : আরএফএলের গ্যাস স্টোভের নিরাপত্তা ব্যবস্থা কেমন?
রাকিবুল আহসান : গ্যাসের চুলার নিরাপদ ব্যবহারের জন্য আরএফএলের আছে এলপিজি গ্যাস রেগুলেটর, যা গ্যাস লিকেজের দুর্ঘটনা থেকে ঘরকে রাখে সুরক্ষিত। এ ছাড়া ভোক্তাদের নিরাপদ রান্নার কথা মাথায় রেখে আমরা বাজারে নিয়ে এসেছি আরএফএল গ্যাস ডিটেক্টর, যা ঘরে অনাকাঙ্ক্ষিত গ্যাসের উপস্থিতি তাৎক্ষণিকভাবে অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেয়। এসব পণ্য অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম othoba.com-এও পাওয়া যাবে।
- বিষয় :
- আরএফএলের চুলা