ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের পাশে শাকিরা

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের পাশে শাকিরা

শাকিরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ০৪:৩৮

ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। ‘নো কিংস’ শিরোনামে এ বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিয়েছেন মার্ক রুফালো, জিমি কিমেল, গ্রেসি আব্রামস, কেরি ওয়াশিংটন, নাতাশা রথওয়েল, অলিভিয়া রদ্রিগোর মতো হলিউড তারকারা। এবার সংগীতশিল্পী শাকিরাও অভিবাসীদের পক্ষ নিয়ে কথা বললেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, ট্রাম্পের অভিবাসী নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীরা এখন নিরন্তর ভয়ের মুখোমুখি হচ্ছেন, যেটি তাঁকেও পীড়া দিচ্ছে। শাকিরা নিজেও একজন অভিবাসী। কৈশোরে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গিয়ে বসবাস শুরু করেছিলেন। এ বছরের গ্র্যামি পুরস্কার উৎসর্গ করেন ‘অভিবাসীদের’। 

আরও পড়ুন

×