ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১০০ ফুট লম্বা গাড়ি, রয়েছে সুইমিং পুল-হেলিপ্যাড

১০০ ফুট লম্বা গাড়ি, রয়েছে সুইমিং পুল-হেলিপ্যাড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২২ | ২২:০৫ | আপডেট: ১১ মার্চ ২০২২ | ২২:০৫

গাড়ি না বলে যেন ছোটখাটো ট্রেন বললেই ঠিক হয়। একের পর এক বগি যুক্ত করে ট্রেন যেমন লম্বা হয়, গাড়িটিও তেমনই। লম্বায় পাক্কা ১০০ ফুটেরও বেশি। তাই বিশ্বের সবচেয়ে বড় গাড়ির স্বীকৃতি পেয়েছে এটি। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। 

মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) জানায়, ১৯৮৬ সালে ‘আমেরিকান ড্রিম’ নামে সুপার লিমুজিন গাড়িটি তৈরি করেন মার্কিন গাড়ি নির্মাতা জে ওহরবার্গ। তখন গাড়িটি লম্বায় ছিল ৬০ ফুট। বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ির স্বীকৃতি পায় ২৬ চাকার ও দুই ইঞ্জিনের ‘আমেরিকান ড্রিম’। নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। গিনেস বুক ওয়ার্ল্ডের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি কারখানায় ওই গাড়িটিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনের ফলে লিমুজিনটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১০০ ফুট ১ দশমিক ৫ ইঞ্চিতে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ির নিজের রেকর্ড ভেঙেছে আমেরিকান ড্রিম। নতুন করে গড়েছে বিশ্ব রেকর্ড।

গিনেস কর্তৃপক্ষ বলছে, আস্ত একটি সুইমিং পুল রয়েছে এতে। রয়েছে হেলিপ্যাড, উষ্ণ পানিতে গোসলের ব্যবস্থাযুক্ত টাবসহ আরও নানান সুবিধা।


গাড়িটিকে নতুন রূপ দেওয়ার প্রকল্পে যুক্ত ছিলেন নিউইয়র্কের একটি ব্যক্তিগত জাদুঘরের মালিক মাইকেল ম্যানিং। তিনি সংবাদমাধ্যমকে জানান, পুরোনো গাড়িটি নিউজার্সিতে পরিত্যক্ত অবস্থায় ছিল। এটির অনেক যন্ত্রাংশ অকেজো হয়ে গিয়েছিল। জানালায় কাচ ছিল ভাঙা। গাড়ির ওপর গ্রাফিতি আঁকা ছিল। মেরামতের জন্য গাড়িটি নিজের সংগ্রহে নেন তিনি। পরে এটির দৈর্ঘ্য বাড়ানো হয়।

তবে ১০০ ফুটের নতুন গাড়িটি রাস্তায় চলতে পারবে না। এ বিষয়ে ম্যানিং বলেন, ‘গাড়িটি এতটাই লম্বা যে, রাস্তায় চালানো যাবে না। মূলত প্রদর্শনীর জন্য এটি তৈরি করা।’

আপাতত ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেজারল্যান্ড পার্ক কার মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এটি। পার্ক কর্তৃপক্ষ ২০১৯ সালেই কিনে নিয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা এই গাড়িটি।

আরও পড়ুন

×