ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

১৩৮ বছর পর পরিবারে কন্যাশিশুর জন্ম

১৩৮ বছর পর পরিবারে কন্যাশিশুর জন্ম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১১:২৫ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১১:২৯

১৩৮ বছর ধরে পরিবারটিতে শুধু ছেলে সন্তানই জন্ম নিয়েছে। এবার সেই পরিবারে এসেছে এক কন্যাশিশু। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আনেন্দ ভাসছে গোটা পরিবার।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের। গত ১৭ মার্চ ওই কন্যাসন্তানের জন্ম হয়। তার নাম অড্রে ক্লার্ক। তার বাবা-মা অ্যান্ড্রু ক্লার্ক ও ক্যারোলিন ক্লার্ক দম্পতি বসবাস করেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে।

শিশুটির মা ক্যারোলিন জানান, তিনি যখন প্রথম শুনলেন যে ১৮৮৫ সাল থেকে তার স্বামীর পরিবারে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি, তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তার স্বামীর বাবা-মাও তথ্যটি নিশ্চিত করেছেন।

দশ বছর আগে অ্যান্ড্রু ও ক্যারোলিনের পরিচয় হয়। এই দম্পতির চার বছরের এক ছেলে রয়েছে। এরপর ক্যারোলিনের দুই বার গর্ভপাত হয়েছিল। এ কারণে যখন ক্যারোলিন আবার গর্ভধারণ করেন তখন ওইই দম্পতি ছেলে বা মেয়ে হবে কিনা তা নিয়ে চিন্তা করেননি। স্থানীয় গণমাধ্যম গুড মর্নিং আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন বলেছেন,গর্ভধারণ করায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ ছিলাম। আমরা শুধু একটি সুস্থ শিশু হওয়ার প্রার্থনা করেছিলাম।

পরে অ্যান্ড্রু ও তার পরিবার জানতে পারেন, কন্যাসন্তানের জন্ম দিতে যাচ্ছেন ক্যারোলিন। খবরটি শুনে পরিবারের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। স্থানীয় গণমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে ক্যারোলিন বলেন,খবরটি শুনে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারছিল না। সবাই খুশিতে চিৎকার ও লাফালাফি শুরু করে দিয়েছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×