অভিমত
বিএনপির কালো পতাকা মিছিল কেন ভণ্ডুল হলো

রাজবাড়ীর আজাদী ময়দান চত্বরে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা দেয়। ছবি: সংগৃহীত
ইফতেখারুল ইসলাম
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪ | ১৯:১৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ | ১৯:২৫
৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের অভিষেকের দিন সারাদেশে কালো পতাকা মিছিলের ডাক দেয় বিএনপিসহ সমমনা দলগুলো। কিন্তু দেশের কোথাও পুলিশি বাধায় বিএনপি তাদের এই পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি। এই সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি নিয়ে বছরের শুরুতেই হোঁচট খেল দলটি। মিছিল করতে গেলে ঢাকার উত্তরা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে তুলে নিয়ে বাসায় পৌঁছে দেয়। দেশের অন্য জায়গাগুলোতে কর্মসূচির পরিণতিও ছিল একইরকম।
এদিকে আজ বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির এই কর্মসূচিকে অবৈধ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বিএনপির এই কালো পতাকা মিছিলের কর্মসূচি অবৈধ। তারা পুলিশের অনুমতি না নিয়ে এই কর্মসূচি পালন করতে চেয়েছে। অনুমতি ছাড়া করার মানে সেটা অনিয়ম। আপনি যখন–তখন কর্মসূচি নেবেন, ফ্রি স্টাইলে– এটা হতে পারে না। এসময় তিনি ইতিমধ্যে বিএনপি জনগণের সমর্থন হারিয়েছেন বলে মন্তব্য করেন।’ গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ বিষয়ে সমকালের পক্ষ থেকে দেশের চারজন বুদ্ধিজীবীর মন্তব্য নেওয়া হয়েছে। কেউ মনে করছেন বিএনপির এই মিছিল ভণ্ডুল করা বা অনুমতি না দেওয়া ঠিক হয়নি। আবার কারো কারো মত হলো, সংসদের প্রথম অধিবেশন প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেজন্যই সরকারের এই কঠোর পদক্ষেপ।
মাহবুব উল্লাহ্
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ্ ঘটনা সম্বন্ধে বলেছেন, গতকাল পুলিশ বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিল কর্মসূচি পালনে বাধা দিয়েছে। কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। এই ঘটনা দেশে গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ করেন তাদের বক্তব্যকেই সত্য প্রমাণ করল। এভাবে চলতে থাকলে দেশের সামনে আগামী দিনগুলোতে খুব বড় ধরনের সমস্যা ঘটে যাবে। যারা দেশ পরিচালনা করছেন, দেশের দায়িত্বে আছেন, তারা বিষয়টা সেভাবে উপলব্ধি করতে পারছেন না।
ড. হারুন–অর–রশিদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন–অর–রশিদ বলেছেন, আমি মনে করি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অধিকার সকল গণতান্ত্রিক দলের রয়েছে। গতকাল বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিতে পুলিশের অবস্থান অতি সতর্কতা অবলম্বনের কারণে হতে পারে। যেহেতু গতকাল দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাজেই সেখানে যে কোনো ধরনের নাশকতা বা এ ধরনের কোনো কর্মকাণ্ড যাতে সংঘটিত হতে না পারে, হয়তো সেজন্য তারা এ ধরনের পদক্ষেপ নিলেও নিতে পারে। তবে আমি মনে করি, প্রথম অধিবেশন হিসেবে তারা হয়তো সেই পদক্ষেপ নিয়েছে। আমাদের রাজনৈতিক ব্যবস্থায় যেসব নিবন্ধিত ও স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে, সেগুলোর প্রত্যেকটি গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অধিকার রয়েছে। আর সে ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট সকলের সহনশীল আচরণ কাম্য।
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি নেবে এটা স্বাভাবিক। তবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমোদন নেওয়া প্রয়োজন আছে। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর উচিত, রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরা যাতে বিঘ্ন না ঘটে তার ব্যবস্থা নেওয়া। এই দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, একইসাথে যারা জনগণের সেবায় রাজনীতি করেন তাদেরও। আমার মনে হয়, বিষয়টি আলোচনার মাধ্যমে আগেই যদি ঠিক করে নিত, তাহলে সমস্যা হওয়ার কথা ছিল না। গণতান্ত্রিক সমাজে আমরা প্রত্যেকে স্বাধীনভাবে চলব, স্বাধীনভাবে কর্মসূচি নেব সেটা যেমন একটা দিক, তেমনি স্বাধীনতা মানে অন্য মানুষের অসুবিধা সৃষ্টি করা নয়। সেদিকটিও আমাদের মেনে নিতে হবে, খেয়াল রাখতে হবে। তাই রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন তাদের স্বাধীনতার কথাও আমাদের মনে রাখতে হবে।
সোহরাব হাসান
সাংবাদিক সোহরাব হাসান বলেছেন, সভা–সমাবেশ করা যে কোনো নাগরিক ও সংগঠনের গণতান্ত্রিক অধিকার। বিএনপি কর্মসূচি নিয়েছিল এবং তারা সরকারকে অবহিতও করেছিল। কিন্তু বিএনপি এই কর্মসূচি পালনের অনুমতি পায়নি বলে সরকার তাদের মিছিল করতে দেয়নি। এতে আমি মনে করি তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। তাছাড়া গতকাল যেহেতু দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিন ছিল, সেক্ষেত্রে সরকারের কাছে সেটি সংবেদনশীল মনে হয়েছে। এর আগে ২৭ তারিখ যে কালো পতাকা মিছিল ছিল তা কিন্তু সরকার করতে দিয়েছে। তাই আমি আশা করব যে, ভবিষ্যতে বিরোধী দলের শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে সরকার বাধা দেবে না। তাছাড়া তারা নিজেরা বিরোধী দলে থাকতে যে সুযোগ ব্যবহার করেছে, যে অধিকার প্রয়োগ করেছে সেই অধিকার বর্তমান বিরোধী দলগুলোকে পালনের সুযোগ দিবে। সেই অধিকার থেকে বঞ্চিত করবে না।
- বিষয় :
- বিএনপি
- কালো পতাকা মিছিল