বোহেমিয়ান ঘোড়া
ট্রাকচালক আব্বাসের সহযোগী সেলিম জানে সবই

মোশাররফ করিম
সাইফান সানাফ
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৩:৫৮ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১৪:০২
দেশের বিনোদন অঙ্গনের দুই ব্যতিক্রমী স্রষ্টা-নির্মাতা অমিতাভ রেজা ও অভিনেতা মোশাররফ করিম। একজন তাঁর দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর জন্য পরিচিত, অন্যজন অভিনয়ের গভীরতা ও বৈচিত্র্যে অনন্য। বহুদিন ধরে দর্শকের মনে প্রশ্ন ছিল, কবে তাদের যুগলবন্দি দেখা যাবে? সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তারা হাজির হয়েছেন ‘বোহেমিয়ান ঘোড়া’ নামে এক নতুন ধারার ওয়েব সিরিজ নিয়ে।
নামেই বোঝা যায়, এটি কোনো সাধারণ সিরিজ নয়; বরং এটি এক ধরনের দর্শনচর্চা, জীবনের অনিশ্চয়তা, বোহেমিয়ান জীবনের আকুলতা এবং মানুষের ভেতরের এক অদৃশ্য ঘোড়ার পেছনে ছোটার গল্প।
এর আগে ওটিটি মাধ্যমে ‘মহানগর’-এর ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক দিয়ে মোশাররফ করিম হইচইয়ের দর্শকদের মনে দাগ কেটেছেন তাঁর আন্তরিকতাপূর্ণ ও সনির্বন্ধ চরিত্রে অভিনয় দিয়ে।
এবারের ‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাকচালক আব্বাস চরিত্রটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক। সম্প্রতি প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেইলার। দুই মিনিটের এই ট্রেইলারে উঠে এসেছে আব্বাস ও তাঁর আট স্ত্রীর সঙ্গে সম্পর্কের গল্প। দেখা যায় ট্রাকচালক আব্বাস বিভিন্ন জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছেন। প্রত্যেক স্ত্রীর কাছে আব্বাস আলাদা ধরনের মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানেন না। তবে আব্বাসের সহযোগী সেলিম সবই জানে। ঘটনাচক্রে আট নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগ। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তাঁর জীবনে কী শান্তি মেলে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ জুন।
এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটিই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এ সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। হইচইয়ের সঙ্গে আমার সম্পর্কটা তো বহুদিনের, তাই এই সিরিজ নিয়ে প্রত্যাশা অনেক। দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস। আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।’’
সিরিজে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী– রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।
‘বোহেমিয়ান ঘোড়া’য় অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। এই সিরিজে তাঁর চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর। অন্যদিকে বাস্তব জীবনে অভিনেত্রী তানজিকা আমিন যেমন, ঠিক তাঁর বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁই করিমকে দর্শক দেখবেন একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছে ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শকদের ছুঁয়ে যাবে। এ ছাড়া অদিতি ও বৃষ্টি দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে। এতে আরও অভিনয় করেছেন রাকিব হোসাইন ইভন, অশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকে।
অমিতাভ রেজা
‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের প্রধান চরিত্র আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে, সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ, যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীর মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সব সময় এক গভীর দ্বন্দ্বে ভোগে। আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল, যার অভিনয়ক্ষমতা এমন যে, ক্ষণে ক্ষণে চরিত্রের রূপ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ে পারদর্শী, যা এই শহরে দু-একজনই আছে, যার মাঝে মোশাররফ করিম একজন। এই সিরিজে মোশাররফ করিম দারুণ অভিনয় করেছেন।
- বিষয় :
- মোশাররফ করিম