ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

গোপন সম্পর্ক, বিনোদন সাংবাদিকের প্রশ্ন ও অন্ধকারের গল্প

গোপন সম্পর্ক, বিনোদন সাংবাদিকের প্রশ্ন ও অন্ধকারের গল্প

‘হাইড এন সিক’ এর একটি দৃশ্য।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১৪:৩৩ | আপডেট: ৩০ মে ২০২৫ | ১৪:৩৫

স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে এবার ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিনেমা ‘হাইড এন সিক’। থ্রিলারধর্মী গল্পের এই সিনেমাটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক। এতে আরেকটি নতুন ও ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। তাঁর পাশাপাশি ‘হাইড এন সিক’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, দিঘী, চমক, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমুখ। 

ওয়েব সিনেমার কাহিনি গড়ে উঠেছে দুর্ঘটনার শিকার হওয়া রাশা নামে তরুণীকে কেন্দ্র করে। কাহিনিতে দেখা যাবে চলচ্চিত্র তারকা ইমতিয়াশ খান যেদিন বিয়ের ঘোষণা দেন, সে রাতেই দুর্ঘটনার শিকার হন রাশা। কেউ কেউ বলে রাশা আসলে আত্মহত্যা করতে চেয়েছে। কারণ, ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি; তাঁকে দেওয়া হয় মৃত্যুর হুমকি।

 নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে, তার চেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। ওয়েব সিনেমাটি নিয়ে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই। ওয়েব সিনেমাটি দর্শকমনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এ নির্মাতা।
 

আরও পড়ুন

×