ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কালুরঘাট বেতার কেন্দ্রে কাল শ্রদ্ধা জানাবে বিএনপি

কালুরঘাট বেতার কেন্দ্রে কাল শ্রদ্ধা জানাবে বিএনপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২ | ১০:২৬ | আপডেট: ২৫ মার্চ ২০২২ | ১০:২৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আগামীকাল রোববার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন দুপুর ২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি, জাতীয় কমিটি এবং দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা করবে দলটি। এদিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন নেতাকর্মীরা।

আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রকে আমরা মনে করি মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের একটা কেন্দ্র, ঐতিহাসিক একটি ঘটনা। এই ঐতিহাসিক স্থানটিকে মূল্যায়ন করে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। একই সঙ্গে করোনা সংক্রমণের কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনেক কর্মসূচি পালিত না হওয়ায় তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালাম বক্তব্য দেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রিয়াজ উদ্দিন নসু উপস্থিত ছিলেন।

'রণাঙ্গনে জিয়া' চিত্রকর্ম:'রণাঙ্গনে জিয়া' নামে একটি চিত্রকর্ম স্থান পেয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। গতকাল প্রয়াত নেতা খন্দকার আহাদ আহমেদের স্ত্রী শায়লা ইসলাম এই চিত্রকর্ম দলের মহাসচিবের কাছে হস্তান্তর করেন।

খন্দকার আহাদ একজন শিল্পীকে দিয়ে এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য। গত বছরের ২১ মার্চ করোনায় মারা যান খন্দকার আহাদ। তিনি গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি, দলের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি ও 'জি-নাইন' এর সদস্য ছিলেন।

আরও পড়ুন

×