পুলিশ বাহিনী নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানাল মুক্তিযুদ্ধ মঞ্চ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ০৮:০০ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ০৮:০০
দেশপ্রেমিক পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিএনপি নেতারা আপত্তিকর বক্তব্য দিয়েছেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের সই করা বিবৃতিতে বিএনপির ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসের আলোচনায় পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয় বরং বাংলাদেশের অভ্যুদয় এবং মুক্তিযুদ্ধের সত্য ও সঠিক ইতিহাসের আলোকে শতভাগ সত্য বক্তব্য দিয়েছেন। স্বাধীনতাবিরোধী অপশক্তি তা মেনে নিতে না পারলেও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা ঠিকই এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় স্বেচ্ছায় ঢাকা সেনানিবাসে অবস্থান করে কী করেছেন সেটা দেশবাসী ভালো করেই জানে। অনেক বিএনপি নেতাও এই সত্য স্বীকার করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন ও লেখালেখি করেছেন। কিছু বিএনপি নেতা এখন এই সত্য অস্বীকার করলেও এদেশের মানুষ তাদের মিথ্যাচার খুব সহজেই বুঝতে পারে। কারণ, ইতিহাস তার আপন গতিতে চলে। সত্য কখনো চাপা থাকে না।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে আবারও প্রমাণিত হয়েছে, বিএনপি এখন মিথ্যুকদের দলে পরিণত হয়েছে। আইজিপি ও ডিএমপি কমিশনারের বিরুদ্ধে তারা বিভিন্ন সমাবেশ এবং গণমাধ্যমে আপত্তিকর, আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, যা অশোভন ও উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের মতো পেশাদার বাহিনী সম্পর্কে বিএনপি নেতাদের এ ধরনের হুমকিমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি একটি সন্ত্রাসী দল। দেশপ্রেমিক পুলিশ বাহিনীর বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য দিয়ে বিএনপি দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের রুখে দেওয়ার এখনই উপযুক্ত সময়। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় তাদের গ্রেপ্তারসহ বিএনপিকে নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
- বিষয় :
- পুলিশ
- বিএনপি
- বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ