সরকার হটাতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে: ড. মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ০৯:৪১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ | ০৯:৪১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধ। তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। এই সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’
শুক্রবার এক স্মরণসভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং স্বাধীনতা ফোরামের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত প্রকৌশলী এম আজিজুল ইসলাম স্মরণে রাজধানীর একটি রেস্টুরেন্টে স্বাধীনতা ফোরাম এ আয়োজন করে।
ড. মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। মানুষ ন্যায়বিচার পায় না। তারা বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, তা আজ ভূলুণ্ঠিত। আজকেও শোষণ-নির্যাতন-নিপীড়ন অব্যাহত রয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। কথা বলতে পারে না।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মরহুম এম আজিজুল ইসলামের ছেলে জাওয়াদ প্রমুখ।