মতাদর্শগতভাবে সুশিক্ষিত না হলে রাজনীতির লড়াইয়ে জেতা যাবে না: মেনন

রাশেদ খান মেনন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২২ | ০৮:১৬ | আপডেট: ১০ জুন ২০২২ | ০৮:১৬
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘মতাদর্শগতভাবে সুশিক্ষিত না হলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির লড়াইয়ে জেতা যাবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে প্রতিষ্ঠিত করতে হলে ওয়ার্কার্স পার্টিকে শক্তিশালী করতে হবে। সেজন্য দলের সকল সদস্যকে দলীয় আদর্শগত বিষয়ে নিরন্তন অনুশীলন চালিয়ে যেতে হবে।’
শুক্রবার রাজধানীর পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের জন্য দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় মতাদর্শগত প্রশিক্ষণ বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
জাতীয় ও কমিউনিস্ট আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। দলের পলিটব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় মতাদর্শগত প্রশিক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগঠক অধ্যাপক ড. সুশান্ত দাসের সভাপতিত্বে কর্মশালায় আরও আলোচনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পাভেল ইসলাম ও শরীফ শমশির।
এতে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমূদুল হাসান মানিক, কামরূল আহসান প্রমুখ। সারাদেশ থেকে আসা দলের কেন্দ্রীয় কমিটির ৪০ জন সদস্য আলোচনার ফাঁকে ফাঁকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।