যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ০৫ জুলাই ২০২২ | ০৮:৫৪
যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। যুব মহিলা লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।
যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টায় সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল এক বিবৃতিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।