রাজধানীতে বিএনপির বিক্ষোভ
'জনগণের টাকা বিদেশে পাচার করছে সরকার'

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ০৯:১৯ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ০৯:১৯
জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটাতে হবে। আর নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে, তা না হলে অংশ নেবে না।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
দু'পক্ষের মারামারি: কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এর মধ্যে কামরাঙ্গীচর এলাকা থেকে মহানগর উত্তরের নেতা হাজি মনিরের নেতৃত্বে একটি মিছিল সমাবেশের সামনে এসে অবস্থান নেয়। পরে যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে একটি মিছিল কামরাঙ্গীচর থানা বিএনপির নেতাকর্মীদের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় শফিকুল ইসলাম মিল্টনও লাঞ্ছিত হন।