ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরকার দেশটাকে চোরের জাদুঘরে পরিণত করেছে: আলতাফ হোসেন

সরকার দেশটাকে চোরের জাদুঘরে পরিণত করেছে: আলতাফ হোসেন

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ০৬:০০ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ০৬:০০

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, এই সরকার দেশটাকে চোরের জাদুঘরে পরিণত করেছে। পদ্মা সেতু ১০ হাজার কোটি টাকায় নির্মাণ করার কথা। সেখানে লেগেছে ৩০ হাজার কোটি টাকা। লুটপাটের কারণে পদ্মা সেতুর ব্যয় বেড়েছে।

রোববার বেলা ১১টায় নগরের অশ্বিবনী কুমার হল সংলগ্ন বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আলতাফ হোসেন বলেন, সরকার বিদ্যুৎ খাতে সীমাহীন কারচুপি করেছে। তাই দেশে এখন বিদ্যুৎ ও জ্বালানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। কুইক রেন্টালের পেছনে সরকার বছরে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও সমস্যার সমাধান করতে পারেনি। ভর্তুকির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই সরকার ১৭ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই সরকার পতনের এক দফা আন্দোলনের ডাক দেবেন। এজন্য তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

আলতাফ হোসেন বলেন, আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে এ সরকার আবার পাতানো নির্বাচন করার ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারের সেই ষড়যন্ত্র বিএনপি বাস্তবায়ন করতে দেবে না।

তিনি আরও বলেন, দেশে এখন মানুষের ভোটের অধিকার নেই। এই অসহনীয় অবস্থা মানুষ সহ্য করতে পারছে না। তাই এই সরকারকে মানুষ আর চায় না।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান ও এবায়দুল হক চাঁন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, সদস্য সচিব আক্তার হোসেন মেবুল প্রমুখ।

আরও পড়ুন

×