ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সন্দ্বীপে জাপা নেতার বাড়িতে হামলা, জিএম কাদেরের ক্ষোভ প্রকাশ

সন্দ্বীপে জাপা নেতার বাড়িতে হামলা, জিএম কাদেরের ক্ষোভ প্রকাশ

জিএম কাদের। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০৪:৫২ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ০৪:৫২

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সন্দ্বীপ উপজেলা জাপার সভাপতি ও হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ ছালামের সন্দ্বীপের বাড়িতে সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। 

সোমবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন, গেলো মাঝ রাতে ২৫ থেকে ৩০ জনের সন্ত্রাসী বাহিনী যেভাবে হামলা চালিয়েছে তা পৈশাচিক ঘটনা। গুলি করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যেভাবে বাড়ি-ঘরে ভাঙচুর করেছে তা সভ্য সমাজে বেমানান।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এম এ ছালাম যখন জাপাকে সংগঠিত করছে, তখন ন্যাক্কারজনক এমন হামলা ও হত্যার হুমকি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে।

সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

আরও পড়ুন

×