ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

২০ দলীয় জোটের সভায় নেতারা

'গণতন্ত্রের জন্য রাজপথের আন্দোলনে গণবিস্ফোরণ ঘটবে'

'গণতন্ত্রের জন্য রাজপথের আন্দোলনে গণবিস্ফোরণ ঘটবে'

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৭:২৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর গণতন্ত্রের মুক্তির জন্য রাজপথের আন্দোলনই একমাত্র পথ বলে মনে করছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, আরও কিছুদিন অপেক্ষা করলে এমন একটি সময় আসবে, যখন সরকারকে অপসারণ করবার জন্য রাজপথে গণবিস্ফোরণ ঘটবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোটের উদ্যোগে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় নেতারা এ বক্তব্য দেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে মনে করি না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই তার মুক্তি হবে, প্যারোলের মাধ্যমে নয়। এজন্য ২০ দলীয় জোটসহ আরও বৃহত্তর ঐক্যজোট সৃষ্টি করতে হবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে মনে হয় না কোনো সরকার আছে। গত ১০ বছর ধরে আওয়ামী লীগের সোনার ছেলেদের নিপীড়নে মানুষ জর্জরিত। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা ৮৬ কোটি টাকা নিয়ে টেন্ডারবাজি করবে, সেটা আগে জানতাম না। দেশে নিশ্চয় আরও শ' শ' সম্রাট-খালেদ-শামীম বিরাজ করছে। ক্যাসিনো চালিয়ে জুয়া খেলে তারা শ' শ' কোটি টাকা বানিয়েছেন, বিদেশে টাকা পাচার করেছেন, ব্যাংককে নাইট ক্লাব খুলেছেন। ব্যাংক ও শেয়ারবাজার লুট করে, অর্থনীতিকে পঙ্গু বানিয়ে এক শ্রেণীর মানুষ দেশকে শেষ করে দিচ্ছে।

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে। এটাও কিন্তু আত্মহত্যার শামিল। ছাত্র রাজনীতি নাই বলেই আজকে রাজনীতির এই রুগ্ন অবস্থা। এটা বন্ধ না করে বরং ছাত্রলীগের রাজনীতি সারা দেশ থেকে মুছে ফেলেন। তাদের তাণ্ডব আর অপকর্মকে চাপা দেওয়ার জন্য ছাত্র রাজনীতিকে দোষারোপ করা উচিত না।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রতিটি সামাজিক, সাংবিধানিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানকে সরকার নিজেদের করায়ত্ব করে প্রত্যেক সেক্টরে নতুন নতুন সম্রাটের জন্ম দিয়েছে। একটা ভোটারবিহীন বড় সম্রাট-তার অধীনে ছোট ছোট অনেক সম্রাট।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, দেশবিরোধী চুক্তি এদেশের জনগণ মেনে নেবে না। এর বিরুদ্ধে দেশপ্রেমিকদের সোচ্চার হয়ে মাঠে নামতে হবে।

স্মরণ সভায় আরও বক্তৃতা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিয়া গোলাম পারওয়ার ও আবদুল হালিম, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান প্রমুখ।

আরও পড়ুন

×