খালেদা জিয়ার জন্মদিনে এতিমদের মাংস-ডিম-খিচুড়ি খাওয়ালো ছাত্রদল

খাবার বিতরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ০৭:৫৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ | ০৭:৫৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮তম জন্মদিনে এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি এতিম খানায় এতিমদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবারের মধ্যে ছিল রান্না করা মুরগির মাংস, ডিম ও খিচুড়ি। এ সময় এতিম শিশুদের সঙ্গে খাবার খান ছাত্রদলের নেতারা।
পরে সেখানে অসুস্থ বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ছাত্রদলের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাসেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সহ-সভাপতি মো. মোক্তাদির হোসেন তরু, বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।
- বিষয় :
- ছাত্রদল
- খাবার বিতরণ
- খালেদা জিয়া
- বিএনপি