ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গোলামির জন্য দেশ স্বাধীন হয়নি: যুবদল সভাপতি

গোলামির জন্য দেশ স্বাধীন হয়নি: যুবদল সভাপতি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ০৮:৩২ | আপডেট: ২০ আগস্ট ২০২২ | ০৮:৪৬

যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানের গোলামি ছিন্ন করেছি, নতুন করে কারো গোলামি করার জন্য নয়।

যুবদল সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হবে না, মানবাধিকার ফিরবে না, দেশের গণতন্ত্র আসবে না। শনিবার লালবাগ থানা যুবদলের কর্মীসভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, প্রস্তুত হোন। পরিবর্তনের জন্য ডাক আসবে। যে কোনো সময়ে রাজপথের আন্দোলনের ঘোষণা আসবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। 

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কোনো মানুষেরই নিরাপদে জীবন-যাপন করার কোনো উপায় নেই। মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম-আহ্বায়ক আলমগীর কবির সেলিম, সদস্য কামাল হোসেন, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×