ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে: ইউসুফ হোসেন

ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে: ইউসুফ হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ০৪:৫৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ০৪:৫৫

ঢাকা আইন জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র ভেদ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বলেছেন, যড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ ছাত্রীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের আইন জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে ইউসুফ হোসেন বলেন, আমাদের যাতে দুর্নাম না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সৎ, নির্ভীক, দেশপ্রম নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় নিজের গড়ে তুলতে হবে। স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে আইন জেলা ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে।

এসয়ম আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেন, অনেক ষড়যন্ত্র বাঁধা বিঘ্নতা মোকাবিলা করে বঙ্গবন্ধু যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। বাংলার মাটিতে এখনও বঙ্গবন্ধুর খুনিরা ষড়যন্ত্র করে বেড়ায়। ২১ আগস্টের খুনিরা নতুন করে জাগ্রত হওয়ার চেষ্টা করে। এসব প্রতিরোধে আমরা ছাত্রলীগ সক্রিয় ভূমিকা দেখতে চাই।

তিনি আরও বলেন, আমরা আপোষকামী, ভিতু কাপুরুষ ছাত্রলীগ চাই না। শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র হচ্ছে অর্থনৈতিকভাবে, সাম্প্রদায়িকভাবে, ষড়যন্ত্র হচ্ছে রাজনৈতিকভাবে, এই ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিকভাবে। ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনে জয়লাভ করার আগ পর্যন্ত ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।

এসময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ঢাকা আইন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আইন অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের আইন অঙ্গনে থেকে জামায়াত শিবিরের প্রেতাত্মা রুখে দিবে।

ঢাকা আইন জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য  ব্যারিস্টার মো. সাজ্জাদ হোসেন, ছাত্রলীগের আইন বিষয় সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, উপ-প্রচার সম্পাদক ফেরদৌস আল পলাশ প্রমুখ।

আরও পড়ুন

×