গণতন্ত্র মঞ্চের বিবৃতি
শ্রীমঙ্গলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা বন্ধ করতে হবে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৩ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপতৎপরতা চলছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছে সাতদলীয় জোটের গণতন্ত্র মঞ্চ। শুক্রবার এক বিবৃতিতে জোটের নেতারা এ দাবি জানান।
তাঁরা বলেন, শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাশের বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক নেতা আবেদ হোসেনের নেতৃত্বে ফেসবুকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অত্যন্ত পরিকল্পিত ও উস্কানিমূলকভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা-বাণিজ্য, বাড়িঘরে হামলার পাঁয়তারা করা হচ্ছে। অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সমর্থনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সংহতি সমাবেশ আয়োজন করা হয়। সেখানে আবেদ হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে রিয়াজ, প্রীতমসহ ১০-১২ জনকে আহত করা হয়।
এর প্রতিবাদে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এর পরপরই প্রীতমের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আবেদসহ অন্যরা ফেসবুকে ধর্ম অবমাননার সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন অভিযোগ করছে। শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থানকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারী ছাত্রলীগের সাবেক নেতা আবেদসহ তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানায় গণতন্ত্র মঞ্চ।