ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কাউন্সিল ২৪ সেপ্টেম্বর

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কাউন্সিল ২৪ সেপ্টেম্বর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২ | ০৬:১৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ | ০৬:১৪

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কাউন্সিল আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে দলটির কাউন্সিল শুরু হবে।

কাউন্সিল অধিবেশনের উদ্বোধন পরবর্তী প্রথম ধাপের আলোচনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ.স.ম আবদুর রব, বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, গনফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুরসহ বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশনের আলোচনা সমাপ্তির পর বিকেল ৩টা থেকে দ্বিতীয় অধিবেশনের আলোচনা শুরু হবে। দ্বিতীয় অধিবেশনে রাজনৈতিক, সাংগঠনিক আলোচনার মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

×