ফরিদপুরে এ. কে. আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় বাম জোটের উদ্বেগ

সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ২৩:১৮
ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের বাড়িতে চড়াও, পটিয়া, মুরাদনগর ও লালমনিরহাটসহ সারাদেশে অব্যাহত ‘মব সন্ত্রাসের’ বিস্তার লাভ করায় উদ্বেগ প্রকাশ করেছে বাম জোট। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থানের পর মাজার ভাঙা, বাউল আখড়া, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা, আদিবাসীদের ওপর নির্যাতন, নারীদের পোশাক নিয়ে ‘মোরাল পুলিশিং’ ও সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছে। একইসঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন, ভাস্কর্য ও ম্যুরাল ভাঙা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।
এতে বলা হয়, ‘সরকারের প্রেস সচিব যেভাবে মবকে প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন। তথ্য উপদেষ্টা ‘মব’কে গণআদালত, গণজাগরণ মঞ্চসহ অন্যান্য গণআন্দোলনের সঙ্গে তুলনা করেছেন। এতে জনমনে প্রশ্ন হতে পারে, তাহলে সরকার কি ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে?
বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হতে চলেছে। দেশবাসীর প্রত্যাশা গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও দ্রুত নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু অব্যাহত মব সন্ত্রাস করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে মনে করে বাম জোট। নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়তে থাকবে। অবিলম্বে মব বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাম জোটের নেতারা।
বিবৃতিতে অন্যদের মধ্যে সই করেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
- বিষয় :
- বাম জোট
- এ. কে. আজাদ