ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ২৩:১৭

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে– ১ থেকে ১৫ জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করা; ১৬ জুলাই দেশব্যাপী ‘শহীদ আবু সাঈদ দিবস’ পালন ও শহীদের স্মরণ করা; ১৭ জুলাই থেকে ৪ আগস্ট বিভিন্ন জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‌্যালি, সেমিনার,  সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল র‌্যালির আয়োজন কর।

আন্দোলন চলাকালে কারফিউ জারি করা হলে সাংস্কৃতিক কর্মীরা ছাত্র-জনতা সঙ্গে নিয়ে কারফিউ ভেঙ্গে গানের মিছিল আয়োজন করে। ওই দিনকে স্মরণ করে ২৬ জুলাই আয়োজিত হবে ‘কারফিউ ভাঙার গান’। সর্বশেষ ৯ আগস্ট ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাপনী সমাবেশ ‘জুলাই জাগরণী’ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×