ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাইবান্ধার উপ নির্বাচন কেন বন্ধ, বোধগম্য নয়: আওয়ামী লীগ

গাইবান্ধার উপ নির্বাচন কেন বন্ধ, বোধগম্য নয়: আওয়ামী লীগ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ১০:০১ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ১০:১৪

কোনো ধরনের মারামারি ও সংঘাত-সহিংসতার ঘটনা না ঘটলেও গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি-সাঘাটা) উপ নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। কেন এই ভোটগ্রহণ বন্ধ করা হলো সেটাও বোধগম্য নয় বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা।

অন্যদিকে, নির্বাচন বন্ধের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের শাস্তির দাবিতে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। 

বিকেলে সাঘাটায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন অভিযোগ করেছেন, বিরোধীদলকে খুশি করতেই এই নির্বাচন বন্ধ করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকায় বসে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিওতে নানা অনিয়ম দেখে এই নির্বাচন বন্ধের সিদ্ধান্ত জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

তিনি বলেন, 'নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় আমরা পরিশেষে সিদ্ধান্ত নিয়েছি- সমগ্র নির্বাচনী এলাকা বা গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকার ভোট কার্যক্রম বন্ধ করে দিয়েছি।'

নির্বাচন কমিশনের এমন নজিরবিহীন সিদ্ধান্তের কারণ নিয়ে নানা মহলে বিচার-বিশ্লেষণ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এই অবস্থায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। তিনি বলেন, 'আজকের নির্বাচনের কোনো ভোটকেন্দ্রে গোলযোগ কিংবা বিশৃঙ্খলা হয়েছে, এমন কোনো খবর নেই। এমনকি কোনো ভোটকেন্দ্রে ন্যূনতম মারামারিও হয়নি।'

তিনি বলেন, তারপরও প্রথমে কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে আবার সব কেন্দ্রে স্থগিত এবং সবশেষে গোটা নির্বাচনই স্থগিত করা হয়েছে। এটা কেন করা হলো- সেটা আমাদের কাছে বোধগম্য নয়। এই ভোট বন্ধ হওয়া আশ্চর্যজনক।

আরও পড়ুন

×