ইউএসএআইডি'র ফেলোশিপ পেলেন ২৩ তরুণ রাজনীতিবিদ

অতিথিদের সঙ্গে ফেলোশিপ পাওয়া ২৩ তরুণ রাজনীতিবিদ। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ০৩:০৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০৩:০৬
ইউএসএআইডির অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্প সারা বাংলাদেশ থেকে আগত ২৩ তরুণ রাজনীতিবিদকে ফেলোশিপ দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত ইয়ং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম গ্রাজুয়েশন অনুষ্ঠানে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে।
ফেলোশিপপ্রাপ্তরা হলেন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্র সমাজের সক্রিয় নেতারা।
এই গ্রাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল, ওন্ডস।
অনুষ্ঠানে অসীম কুমার উকিল বলেন, ‘আমি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদে নেতৃত্ব দিয়েছি। ছাত্ররাজনীতি ছাত্রদের কল্যাণের জন্যই হয়ে থাকে। ছাত্ররাজনীতি নেতা তৈরির কারখানা। এই কর্মসূচির মাধ্যমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটি অনন্যসাধারণ কাজ করছে। ’
অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল বলেন, ‘ছাত্ররাজনীতির পটভূমিকায় এ দেশের রাজনীতি গড়ে ওঠে। ছাত্ররাজনীতির একটি অপরিহার্য দিক হলো ক্যাম্পাসভিত্তিক সমস্যাসমূহ, যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলোর ছাত্ররাজনীতিবিদরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় কাজ করছেন। একজন দক্ষ রাজনীতিবিদ হতে হলে আপনাকে রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে। সকলের প্রতি উদারতা প্রদর্শনই গণতন্ত্রের সৌন্দর্য। ’
সমাপনী বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস বলেন, ‘সুনির্দিষ্টভাবে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আপনারাই ফেলোশিপের প্রথম ক্লাস। তরুণদের মধ্যে রাজনৈতিক অনীহা মোকাবেলায় আপনাদের উদ্ভাবনী ধারণায় আমি মুগ্ধ। আপনারা পরিবর্তনের গুরুত্বপূর্ণ ধারক এবং ভবিষ্যতের উজ্জ্বল নেতা। আপনারা প্রমাণ করেছেন যে সকল শিক্ষার্থীদের সুফল নিশ্চিত করতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা সম্ভব।’
এটি ছিল ইয়ং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ২০তম ক্লাস। এই চার মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ চলাকালীন তারা রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব দক্ষতা, রাজনৈতিক চর্চা, দ্বন্দ্ব নিরসন, দল সুসংগঠিতকরণ ও গণমাধ্যমের সাথে কাজ করা নিয়ে বিশদ জ্ঞান অর্জন করেছেন।