রিজার্ভ নিয়ে সরকারের দাবি ভুল: জাপা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ২০:৪৯ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ২০:৪৯
অর্থনৈতিক সংকটের জন্য সরকারের সমালোচনা করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেছেন, সরকার দাবি করেছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ থেকে বেড়ে ৫০ বিলিয়ন ডলার হবে। তাদের এই দাবি ছিল ভুল। রিজার্ভ কমে হয়েছে ২৭ বিলিয়ন। এখন সরকার বলছে দুর্ভিক্ষ হতে পারে। তবে দুর্ভিক্ষ মোকাবিলায় সরকারের উদ্যোগ নেই।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সাংস্কৃৃতিক পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আনিসুল ইসলাম মাহমুদ।তিনি বলেন, বিদেশ থেকে ডলার কেন আসছে না, তা খতিয়ে দেখার কেউ নেই। দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, প্রতিকার নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণে উদ্যোগ নেই।
এতে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, অর্থনৈতিক সংকটে মানুষের নাভিশ্বাস উঠেছে। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে ৮৬ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। অথচ মন্ত্রী নাকি জানেন না।
সম্মেলনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরকে সাংস্কৃতিক পার্টির সভাপতি নির্বাচিত করা হয়। সংগীত পরিচালক আলাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।