ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইডেন কলেজ ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

ইডেন কলেজ ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১০:৫০ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ১০:৫৬

রাজধানীর ইডেন মহিলা শাখা ছাত্রলীগের ওপর আরোপিত স্থগিতাদের প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ইডেন শাখা ছাত্রলীগের ১২ নেত্রীর স্থায়ী বহিষ্কারাদেশ বহাল রয়েছে। তাদের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

বুধবার রাত ১০টার দিকে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ইডেন শাখা ছাত্রলীগের কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

বহিষ্কৃতদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসার প্রতিক্রিয়ায় ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সোনালি আক্তার সমকালকে বলেন, এ নিয়ে আসলে কিছু বলার নেই। রিভা-রাজিয়ারা অনেক পাওয়ারফুল। এ কারণে ওরা দ্রুত সময়ের মধ্যে কমিটি আবার বহাল করিয়েছে।

এদিকে এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চাঁদাবাজি, অনিয়ম ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে ইডেন শাখা ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীদের হাতে মারধর, হেনস্তা শিকার হন বহিষ্কৃত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ইডেন কলেজ ক্যাম্পাস।

উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে দুই গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে রিভা, রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন। পরে কমিটি স্থগিত ঘোষণা করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সুস্মিতা বাড়ৈসহ ইডেন শাখা ছাত্রলীগের ১২ নেত্রীকে বহিষ্কার করা হয়।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেন বহিষ্কৃতরা। এরপর আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা অনশন থেকে সরে আসেন। এ সব ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে।

আরও পড়ুন

×