ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বুদ্ধিজীবী হত্যায় জড়িত জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি: তথ্যমন্ত্রী

বুদ্ধিজীবী হত্যায় জড়িত জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি: তথ্যমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি- সমকাল।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ২১:৩৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ২১:৩৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল জামায়াতে ইসলামী।  আর তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি। 

আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, ১০ ডিসেম্বর কয়েকজন বুদ্ধিজীবীকে তুলে নেওয়া হয়েছিল, গুম করা হয়েছিল। এদিন থেকেই বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন শুরু হয়। সেই ১০ ডিসেম্বরকেই এবার সমাবেশের জন্য বেছে নিয়েছিল বিএনপি। যারা যুদ্ধাপরাধী তাদের ইতোমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে। 

আরও পড়ুন

×