মাহির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে: কাদের

মাহিয়া মাহি ও ওবায়দুল কাদের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১০:৪৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১২:১৬
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তিনি (মাহি) দলীয় প্রার্থী হতে ফরম নিতে চান। চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চান। তার বাড়ি সেখানে। এ বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মাহি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন কি-না জানতে চাইলে কাদের বলেন, প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। এ বিষয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।