ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সার্বভৌমত্ব ও অর্থনীতি দুটোই এখন হুমকির সম্মুখীন: বাংলাদেশ জাসদ

সার্বভৌমত্ব ও অর্থনীতি দুটোই এখন হুমকির সম্মুখীন: বাংলাদেশ জাসদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ১৬:৩৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ১৬:৩৭

বাংলাদেশ জাসদের নেতারা বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশকেই অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। ওই নির্বাচনের কারিগরদের কাছে সরকার এখন জিম্মি। তাদের ইচ্ছায় এখন দেশ চলে। সার্বভৌমত্ব ও অর্থনীতি দুটোই এখন হুমকির সম্মুখীন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কলঙ্ক দিবস হিসেবে পালনের জন্য আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তাঁরা।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ২০১৮ সালের প্রহসনের নির্বাচন গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রের বুকে পেরেক ঠুকেছে। আশা করেছিলাম, সরকার অতীতের মতো আর ভুল করবে না। সবার সঙ্গে আলোচনা করে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু সরকারের দায়িত্বশীল নেতাদের বক্তব্য শুনলে মনে হয় না তারা অতীত থেকে কোনো শিক্ষা নিয়েছেন। তাই সরকারের কাছে আহ্বান গণতন্ত্রের বুকে আর পেরেক ঠোকার চেষ্টা করবেন না। ২০১৮ সালের মতো নির্বাচন এ দেশের জনগণ আর মেনে নেবে না। এখনও সময় আছে, সকলের সঙ্গে আলাপ আলোচনা করে সমাধানের পথ খুঁজুন। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় আপনাদেরকেই নিতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এতে স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, আব্দুল কাদের হাওলাদার, বাদল খান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক প্রকৌশলী আশফাকুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×