ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কারামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল

কারামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০০ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০০

প্রায় দুইমাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আজ বুধবার বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে বের হয়ে আসেন শিমুল বিশ্বাস। এ সময় তাকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বাগত জানান।

গত বছরের ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। তিনি কারাগারে থাকাবস্থায় সম্প্রতি তার মা মারা গেছেন। পরে প্যারোলে মুক্তি পেয়ে জানাজা নামাজে শরিক হয়েছিলেন শিমুল বিশ্বাস।

আরও পড়ুন

×