ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হামলা-মামলা করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে: আ স ম রব

হামলা-মামলা করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে: আ স ম রব

আ স ম আবদুর রব- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৩৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৩৫

মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় দলের নেতাকর্মীর ওপর 'হামলা'র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় জেএসডির সাধারণ সম্পাদকসহ দলীয় ও ছাত্রনেতাদের ওপর হামলা চালানো হয়েছে। অযোগ্য প্রশাসনের ক্ষমতার দম্ভ ও আস্ফালন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরিবেশকেও বিনষ্ট করে তুলেছে, কলঙ্কিত করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে আ স ম আবদু রব বলেন, শহীদ মিনার বাঙালি জাতিরাষ্ট্র নির্মাণ লড়াইয়ের উৎসমুখ ও অপরাজেয় শক্তির অভূতপূর্ব প্রেরণা। শ্রদ্ধা প্রদর্শনের সেই বেদিটিও দখলে নেওয়ার মহড়ার কারণে বিরাট জনগোষ্ঠী একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাতে পারেন না। সেখানে ভিন্নমত ও পথকে শ্রদ্ধা নিবেদনে পদে পদে বাধা দেওয়া হয়।

তিনি বলেন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। হামলা, মামলা, আক্রমণ করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ক্ষমতাসীনদের জন্য তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে।

আরও পড়ুন

×