হামলা-মামলা করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে: আ স ম রব

আ স ম আবদুর রব- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৩৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৩৫
মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় দলের নেতাকর্মীর ওপর 'হামলা'র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেন, শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় জেএসডির সাধারণ সম্পাদকসহ দলীয় ও ছাত্রনেতাদের ওপর হামলা চালানো হয়েছে। অযোগ্য প্রশাসনের ক্ষমতার দম্ভ ও আস্ফালন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরিবেশকেও বিনষ্ট করে তুলেছে, কলঙ্কিত করেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে আ স ম আবদু রব বলেন, শহীদ মিনার বাঙালি জাতিরাষ্ট্র নির্মাণ লড়াইয়ের উৎসমুখ ও অপরাজেয় শক্তির অভূতপূর্ব প্রেরণা। শ্রদ্ধা প্রদর্শনের সেই বেদিটিও দখলে নেওয়ার মহড়ার কারণে বিরাট জনগোষ্ঠী একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাতে পারেন না। সেখানে ভিন্নমত ও পথকে শ্রদ্ধা নিবেদনে পদে পদে বাধা দেওয়া হয়।
তিনি বলেন, রাষ্ট্রের সকল ক্ষেত্রে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। হামলা, মামলা, আক্রমণ করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ক্ষমতাসীনদের জন্য তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে।