ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মঠবাড়িয়া আ'লীগ

বহিষ্কৃত আশরাফকে সম্পাদক না করতে প্রধানমন্ত্রীকে চিঠি

বহিষ্কৃত আশরাফকে সম্পাদক না করতে প্রধানমন্ত্রীকে চিঠি

আশরাফুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৫

বহিষ্কৃত নেতা আশরাফুর রহমানকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন আরেক স্থানীয় নেতা হোসাইন মোশারফ সাকু।

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাকু এই অভিযোগ জমা দেন। সাকু ২০১৯ সালের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

চিঠিতে বলা হয়, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হন। যদিও ওই নির্বাচনে মাত্র ৫০৭ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয় তাঁর।

এ ঘটনায় আশরাফকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। শুধু জাতীয় নির্বাচন নয়, গত কয়েক বছর ধরে মঠবাড়িয়া উপজেলা পরিষদসহ যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সবগুলোতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছেন আশরাফ।

তাঁর প্রবল বিরোধিতার মুখে ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাকু চেয়ারম্যান পদে হেরে যান। সম্প্রতি জেলা আওয়ামী লীগের বিবদমান একটি অংশ আশরাফের নাম মঠবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করে কেন্দ্রীয় দপ্তরে একটি খসড়া কমিটি পাঠিয়েছে। অন্য গ্রুপটি পাল্টা আরেকটি কমিটি পাঠালেও সেখানে আশরাফের নাম কোনো পদেই প্রস্তাব করা হয়নি।

আশরাফ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এলাকায় গ্রুপিং, বিভেদ ও কোন্দলের রাজনীতি শুরু করেন। সন্ত্রাস ও মাদক মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।

চিঠির বিষয়ে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি রাফিউদ্দিন ফেরদাউস ও সাধারণ সম্পাদক সেলিম মাতব্বরের কাছে জানতে চাইলে, তাঁরা নতুন কমিটি সম্পর্কে অবগত নন বলে জানান। তাঁরা বলেন, সম্মেলনের মাধ্যমেই মঠবাড়িয়ায় নতুন কমিটি দেওয়া হবে।

আরও পড়ুন

×