হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:২৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪০
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেএম জাহিদ হোসেন বলেছেন, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি হয়নি। বিএনপি নেত্রীর হাসপাতালে যাওয়ার কারণ রুটিন চেকআপ। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসাধীন আছেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের বাসার গেটের সামনে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আগামীকাল মঙ্গলবার পাওয়া যেতে পারে। রিপোর্ট পেলে চিকিৎসকরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি আগের মতোই আছেন। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে রওনা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা সোয়া সাতটায় বাসার উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
এদিকে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে বের হওয়ার সময় তার ভাই শামীম ইস্কান্দার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্ববায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়ে ছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এছাড়া গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।