বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র: পরশ

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন যুবলীগ চেয়ারম্যান - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১৩:২৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ১৩:৩৪
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করতে চায়। এজন্যই শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত তারা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হত্যা-গুমের কথা বলে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ পরশ বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে গঠিত বিএনপির নেতারাই আজ দেশে গণতন্ত্র চাইছেন। যাদের জন্মের মধ্যেই গণতন্ত্র নেই, তারা গণতন্ত্রের কথা বলে কীভাবে?
তিনি বলেন, যুবলীগ করতে চাইলে পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের পাশে থাকতে হবে। শেখ হাসিনার রাজনৈতিক মানদণ্ডকে অনুসরণ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যেতে হবে।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় নেতা এনামুল হক খান, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান মাসুদ, সাদ্দাম হোসেন পাভেল, শামছুল আলম অনিক, দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।