নির্বাচন ব্যবস্থার ওপর দেশের মানুষের আস্থা নেই: জি এম কাদের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৩ | ১৪:০৩ | আপডেট: ১৮ মে ২০২৩ | ১৪:০৩
বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে জাপা প্রার্থীরা শেষ পর্যন্ত লড়াই করবে। তারা জয়ী হতেই নির্বাচন করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সিটি নির্বাচনে জাপা প্রার্থীরা ভালো ফলাফল করবেন।
জাপা চেয়ারম্যান বলেন, কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাই। তারা যেন নিরাপদে কাজ করতে পারেন। এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি হ য ব র ল হতে পারে। রাজনীতির মাঠে কী হয় কেউই জানি না। এমন বাস্তবতায় সরকার ও বিরোধী শিবিরের সবাই ঝুঁকিতে আছেন। তাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে দল সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না তারাই বিপদগ্রস্থ হবে। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে ভয়াবহ পরিণতি হবে।
তিনি আরও বলেন, জনগণের সামনে জাপার রাজনীতি পরিষ্কার করতে চাই। তারা কোনো দলের বি-টিম নয়। নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সঠিক রাজনীতি দিতে হবে।
এ সময় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।