ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জনগণ বিদ্যুৎ বিল দিলেও সরকার কয়লার দাম শোধ করে না: চরমোনাই পীর

জনগণ বিদ্যুৎ বিল দিলেও সরকার কয়লার দাম শোধ করে না: চরমোনাই পীর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩ | ১৪:১২ | আপডেট: ০৫ জুন ২০২৩ | ১৪:১২

চলমান বিদ্যুৎ সংকটকে সরকারের ভুল নীতির মাশুল বলে আখ্যা দিয়েছেন চরমোনাইয়ের পীর তথা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। কয়লার অভাবে সোমবার পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিবৃতিতে তিনি বলেছেন, জনগণ বিদ্যুতের বিল ঠিকই দেয়; কিন্তু পায়রাতে কয়লার বিল সরকার শোধ করে না।

বিদ্যুৎ সংকটে ব্যবসা ও কলকারখানা থেমে গেছে দাবি করে চরমোনাইয়ের পীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, সবকিছু থুবড়ে পড়ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যর্থতা, অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে জনগণকে চরম ভোগান্তিতে  পড়তে হয়েছে। গ্যাস সংকটও মারাত্মক রূপ নিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকাবুলিতে পরিণত হয়েছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দুর্নীতি-লুটপাটের কারণেই এই বিদ্যুৎ বিপর্যয়। এই দায় সরকার এড়াতে পারেন না।

আরও পড়ুন

×