আন্দোলন-সংগ্রাম ছাড়া কোনো পথ নেই: দুদু

প্রতিবাদ সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১০:১৪ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১০:১৪
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'দেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ। এর থেকে বেরিয়ে আসতে হলে রাজপথে আন্দোলন-সংগ্রাম করা ছাড়া অন্য কোনো পথ নেই।'
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে 'ফরমায়েশি রায়' এবং দলটির নেতাকর্মীর বিরুদ্ধে করা সব মামলা বাতিলের দাবিতে শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় শামসুজ্জামান দুদু বলেন, 'বিএনপির যৌক্তিক আন্দোলনে গত ছয় মাসে ১৭ জন শহীদ হয়েছে। ১৯৭১ সালের মতো যদি আবার একটি যুদ্ধ করতে হয় করব, তবুও এই জালিম সরকারকে মেনে নেওয়া হবে না।'
তিনি বলেন, 'এই সরকার অর্থনীতিকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকসহ প্রায় সকল ব্যাংক ধ্বংস করে ফেলেছে। এত লুটেরা সরকার, এত অর্থ পাচারকারী সরকার বাংলাদেশ কেন, বিশ্বের আর কোনো দেশ এর আগে কখনও দেখেনি।'
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু।
/এসআর/
- বিষয় :
- বিএনপি
- বিএনপির আন্দোলন
- শামসুজ্জামান দুদু