ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জনগণকে কখনও আ’লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি: আরাফাত

জনগণকে কখনও আ’লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি: আরাফাত

ছবি- সমকাল

সমকাল প্রতিবদেক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ০৯:৫২ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ০৯:৫২

আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, জনগণকে কখনল আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি।

শুক্রবার রাজধানীর সাততলা বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আরাফাত বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। তারা সাধারণ ভোটারদের নির্বাচনে ভোট দানে নিরুৎসাহিত করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১৭ জুলাই আমাদের  নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন,‌ ঢাকা-১৭ আসনের অন্তর্গত প্রত্যেকটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। নির্বাচনে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নৌকার বিজয় কেউ আটকাতে পারবে না।

তিনি আরও বলেন, আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসব। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।  

আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে, যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে চায়। আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে পৃথিবীকে দেখিয়ে দিতে চাই। আমাদের স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহসভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×