সুষ্ঠু নির্বাচন হলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না: আরাফাত

ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণায় মোহাম্মদ এ আরাফাত। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৮:২০ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ১৮:২০
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে, নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি।
বুধবার দুপুর ১২টায় রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, আমি শুধুমাত্র ভোট চাইতে আসিনি, আমি আপনাদের সকল সমস্যার কথা শুনতে এসেছি। ভাষানটেক এলাকায় আপনারা যারা পুনর্বাসন চান, আমি নির্বাচিত হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সকল সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে। পশ্চিম ভাষানটেক বস্তি এলাকায় জলাবদ্ধতা এবং বাসস্থানের সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী উগ্রবাদী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।