ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন

আ. লীগের মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্রনেতা শফী

আ. লীগের মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্রনেতা শফী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৯:১০ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ১৯:১০

নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা শফী আহমেদ। শনিবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শফী আহমেদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় ধানমণ্ডি কার্যালয়ে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বাংগালী, খালিয়াজুড়ির আওয়ামী লীগ নেতা মল্লুকচান, মদন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, খালিয়াজুড়ি স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মো. শহিদুল ইসলাম ভূইয়া, খালিয়াজুড়ি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস্বর দেবনাথ রাজু, সাংগঠনিক সম্পাদক রুপায়েত হোসেন, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, নেত্রকোণা সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, নেত্রকোণা পৌর ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ টিপু, জেলা ওলামা লীগের সভাপতি মো. জাহাংগীর আলম, খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ, মদন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সোহাগ, মদন পৌর ছাত্রলীগের আহ্বায়ক শেখ তারেক, মোহনগঞ্জ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জয়, মোহনগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক তানভীর ইয়ার চৌধুরী, মোহনগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিনুর রহমান সাদ, পূর্বধলা ছাত্রলীগের আহ্বায়ক সোলায়মান হোসেন হাসিবসহ অসংখ্য স্থানীয় নেতাকর্মী।

প্রসঙ্গত, গত ১১ জুলাই নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যান। পরে গত ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

গত শনিবার নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

/এসআর/

আরও পড়ুন

×