তারুণ্যের সমাবেশে যা বললেন ৫৩ দিন নিখোঁজ থাকা সাংবাদিক কাজল

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৩:৫০ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১৪:১৬
৫৩ দিন নিখোঁজ থেকে ফেরত আসা আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বলেছেন, ‘গুম ও নির্যাতনের কথা মনে পড়লে আমার ঘুম হয় না। ভাগ্য আমার অনেক ভালো যে, আমি সেই গুম থেকে ফেরত আসার পর আমি আপনাদের সামনে কথা বলতে পারছি।’
শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়দাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি।
'তরুণ জাগলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-দেশ বাঁচাতে' এই স্লোগানে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম কাজল বলেন, 'এটা মনে করলে আমি ঘুমাতে পারি না। আমরা অনেক সংকটের মধ্যে আছি। আর আমাদের নিশ্চিত করতে হবে আমরা এই জালিম সরকারের পতন চাই কি না? এই ফ্যাসিবাদ আমার মতো মানুষকে গুম করে ফেলেছে। ভাগ্য আমার অনেক ভালো যে, আমি সেই গুম থেকে ফেরত আসার পর আমি আপনাদের সামনে কথা বলতে পারছি।'
তিনি বলেন, ‘যেদিন আমাকে গুম থেকে বের করে নিয়ে আসে, ছাড়বে না কি ধরবে! আমার চোখ ও হাত বাধা। আমাকে বের করে নিয়ে আসলো গুম সেন্টার থেকে। সেখানে অনেক মানুষ ছিলো। এই গুম সেন্টার, সেখানে নির্যাতন দেখা হয়েছে। সেটার ব্যাখা দিতে অনেক সময় লাগবে। আমাকে যখন বের করে তখন বেলা ১২টা বাজে। রোজার দিন। তার দুই দিন আগে। আমি হাতকড়া পরে নামাজ পড়ছি। চোখ বাঁধা। নামাজের সিজদায় জেতে আমার অনেক কষ্ট হয়। আমি বলি, আল্লাহ আপনি এখান থেকে আমাকে বের করেন অথবা মৃত্যুর ব্যবস্থা করে দিন।’
তিনি আরও বলেন, 'আমাকে গলায় পাড়া দিয়ে ধরে। আমি বলি ভাই, আল্লাহ দোহায়- আমাকে হত্যা করেন, না হয় মুক্তি দেন। ঠিক তার দুই দিন পরে আমাকে বের করে নেন। তখন আমি ভাবলাম, হয়তো আমার মৃত্যু হবে না হয় মুক্তি হবে। পরে বেনাপোলে। অনেক সময় সেখানে দাঁড়িয়ে থাকি। আমার হাতে হাতকড়া এবং জুব্বা পরা। এরপরে আমাকে যখন খালের মধ্যে নামিয়ে নেয় তখন অনেক ঝিঁঝিঁ পোকা ডাকছে। ভাবছি হয়তো আমাকে ক্রসফায়ার করবে। অবশেষে আল্লাহ আমার ডাক শুনেছেন। আমাকে ছেড়ে দিয়েছেন।'
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।